ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
অটোরিকশা চালকদের ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর ফলে প্রেস ক্লাবের সামনে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।
অটোরিকশা চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
এর আগে রবিবার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন, যার ফলে ওই সড়কগুলোর যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিস ও কর্মস্থলে যেতে যাত্রীদের নানা দুর্ভোগে পড়তে হয়।
ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশনা গত ১৯ নভেম্বর হাইকোর্টের পক্ষ থেকে দেয়া হয়। হাইকোর্টে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ আসে। রিটের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করার দাবি জানানো হয়েছিল।
এদিকে, গত কয়েকদিন ধরেই সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। শুক্রবার জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোঁড়া হয়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী রবিবার জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ আপিল করবে এবং এর জন্য প্রস্তুতি চলছে।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশনায় অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে এবং আজকের মধ্যে এ ব্যাপারে নতুন নির্দেশনা আসবে।