গায়ের জোরে নির্বাচন আর চাই না: সিইসি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

গায়ের জোরের নির্বাচন আর চাই না। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমরা অতীতের মতো একতরফা ও গায়ের জোরের নির্বাচন আর দেখতে চাই না। যে দায়িত্ব আমাদের ওপর দেয়া হয়েছে সেটা পূরণ করতে চেষ্টা করবো। রবিবার (২৪ নভেম্বর) শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি নাসির উদ্দীন বলেন, সর্বশক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করবো। আমাদের চ্যালেঞ্জ মোকাবিলার সাহস আছে। যে ক্রান্তিলগ্নে আমরা দায়িত্ব নিলাম, যে চ্যালেঞ্জই আসবে তা মোকাবিলা করার চেষ্টা করবো। আমাদের মূল কাজ সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে আগ্রহী করে তোলা। আমরা খাস নিয়তে কাজ করছি। অতীতের থেকে শিক্ষা নিয়ে কাজ করবো।
আরো পড়ুন: নির্বাচন কবে হবে, যা জানালেন সিইসি
তিনি বলেন, আমাদের সব প্রচেষ্টা থাকবে, যেন সব ভোটার নিশ্চিতে ভোট দিতে পারে তা নিশ্চিত করা।
সিইসি নাসির উদ্দীন বলেন, আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে। এই সরকার বিগত সরকারের মতো চাপ দেয়ার সরকার নয়। সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। যে কোনো নির্বাচন করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে। নির্বাচন করার মতো সব প্রস্তুত হলে আমরা দিন তারিখ নির্ধারণ করবো। আজ থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি নেব।