×

জাতীয়

জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হলো ব্যারিস্টার সুমনকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হলো ব্যারিস্টার সুমনকে

ছবি : সংগৃহীত

   

হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানার গ্রেফতারকেন্দ্র থেকে জেলা কারাগারে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) লিটন রায়ের আবেদনের ভিত্তিতে আদালত সাবেক এমপি সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের প্রথম দুই দিন (শুক্রবার ও শনিবার) তাকে চুনারুঘাট থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। তবে, রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয় তাকে।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়, কারণ তা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে। উল্লেখ্য, গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে হামলা হয়। এ ঘটনায় ৯৭ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০ জনকে আসামি করে ১১ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়।

জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান জানান, মামলার শুনানির জন্য গত ২০ নভেম্বর ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ আনা হয়েছিল। তবে, ঢাকায় মামলা থাকায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ২২ অক্টোবর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App