×

জাতীয়

সরকারকে ধন্যবাদ জানিয়ে যা ‘পদক্ষেপ’ নিতে বললেন নূরুল কবির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

সরকারকে ধন্যবাদ জানিয়ে যা ‘পদক্ষেপ’ নিতে বললেন নূরুল কবির

সরকারকে ধন্যবাদ জানালেন নিউ এজ সম্পাদক নূরুল কবির। ছবি: সংগৃহীত

   

অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির। সোমবার (২৫ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বিমানবন্দরে হয়রানির ঘটনায় সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নূরুল কবির।  

ফেসবুকে নিউ এজ সম্পাদক লিখেন, ‘ঢাকা বিমানবন্দরে আমাকে যে হয়রানি করা হয়েছিল তার দ্রুত পদক্ষেপ এবং ভবিষ্যতে কোনো সাংবাদিককে এ ধরনের হয়রানির শিকার হতে হবে না বলে ঘোষণা দেয়ার জন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ জানাই’। 

এর আগে এক মিডিয়া কনফারেন্সে অংশ নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশি জেরা এবং হয়রানির মুখে পড়েন নূরুল কবির। শনিবার (২৩ নভেম্বর) এই বিষয়ে ফেসবুকে পোস্ট করার পরপরই নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বার্তায় জানানো হয়, এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা সহ্য করবে না।  

আরো পড়ুন: মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা

তবে এ ঘটনায় জুনিয়র ইমিগ্রেশন পুলিশ অফিসার শাস্তির মুখে পড়ায় আহত হয়েছেন তিনি। নূরুল কবিরের মতে, বিমানবন্দরে সন্দেহভাজন অপরাধীদের আটকাতে এই ধরনের তালিকা তৈরির পেছনে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জড়িত। আর জুনিয়র অফিসাররা এই নির্দেশ পালন করেন। তাই শীর্ষ পর্যায়ের কারো গাফিলতির জন্য জুনিয়র অফিসারের শাস্তি পাওয়া অন্যায্য।

নূরুল কবির লিখেন, ‘আমার হয়রানির জন্য বিমানবন্দরে দায়িত্বরত জুনিয়র ইমিগ্রেশন পুলিশ অফিসারকে শাস্তি দেয়ার সরকারি সিদ্ধান্তে আমি বিরক্ত। এই অফিসার বিমানবন্দরে যাদের আটকাতে হবে এই তালিকা তৈরি করেননি, বরং তার ঊর্ধ্বতন কর্মকর্তারা করেছেন’। 

তিনি আরো বলেন, ‘তিনি ব্যক্তিগতভাবে আমার কাছে শালীন ছিলেন এবং তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আমার ছেড়ে যাওয়ার জন্য ছাড়পত্র নেয়ার চেষ্টা করতে দেখেছি’। ‘এই ভদ্রলোককে শাস্তি দেয়া হচ্ছে একজন জুনিয়র অফিসারকে ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য বলির পাঁঠা। তাই এটা অগ্রহণযোগ্য। সরকারি কর্তৃপক্ষের বরং তদন্ত করা উচিত এবং শীর্ষ পর্যায়ের যারা তালিকা তৈরি করেছে এবং স্বৈরাচারী শাসনের উৎখাতের পরও নিরীহ যাত্রীদের হয়রানি চালিয়ে গেছে তাদের খুঁজে বের করা উচিত’।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App