×

জাতীয়

২৫ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৭ এএম

২৫ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো

ছবি: ভোরের কাগজ

   

নবম বিসিএসের নতুন কমিটি গঠন

সাম্প্রতিক জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে কার্যনির্বাহী কমিটি অকার্যকর হয়ে পড়ায় নবম বিসিএস ফোরামের এক বিশেষ সাধারণ সভা গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

আবু সাঈদকে ৫ ঘণ্টা পর হাসপাতালে নেয়া নিয়ে শেখ হাসিনার দাবি ভুয়া

কোটাসংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলনের অন্যতম এ সমন্বয়কের মৃত্যু নিয়ে গত শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ মিনিট ৩৯ সেকেন্ডের একটি অডিও রেকর্ড প্রচার করা হয়।

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন: সুবিধা-অসুবিধা কী

অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে যে বৈঠক করছে, তাতে অনেকেই দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না থাকা এবং সংবিধানে না ভোটের বিধান ফিরিয়ে আনার মতো প্রস্তাব করছে।

সরকারকে ধন্যবাদ জানিয়ে যা ‘পদক্ষেপ’ নিতে বললেন নূরুল কবির

অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির। সোমবার (২৫ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বিমানবন্দরে হয়রানির ঘটনায় সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নূরুল কবির।

প্রশাসনে রদবদলের আভাস

জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমানের কথায় এমন ইঙ্গিতই পাওয়া যায়। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। মূলত সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে সরকারের পরিকল্পনা জানাতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‘অহিংস গণঅভ্যুত্থান’-এর আহ্বায়ক মোস্তফা পুলিশ হেফাজতে

ঢাকায় সমাবেশে যোগ দিলেই সহজ শর্তে মিলবে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ। এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠা সংগঠন ‘অহিংস গণঅভ্যুত্থান’ বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বিদেশ যেতে চেয়ে ছাগলকাণ্ডের মতিউরের রিট খারিজ

ছাগলকাণ্ডে ভাইরাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান বিদেশ যাওয়ার জন্য চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার (২৫ নভেম্বর) বিদেশ যেতে চেয়ে ছাগলকাণ্ডের মতিউরের রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন হাইকোর্ট। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন তার আইনজীবী।

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা

সরকারি ও বেসরকারি হাসপাতালে আগত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা সবার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম অধিকতর উন্নয়নের লক্ষ্যে ১০টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ব্যাটারিচালিত রিকশা চলবে: চেম্বার আদালত

ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এ অবস্থায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

চিকিৎসকদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা

চিকিৎসকদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। নির্দেশনায় বলা হয়েছে, দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা সভা-সেমিনার বা প্রশিক্ষণ, কর্মশালায় অংশ নিতে বছরে দুইবারের বেশি বিদেশ ভ্রমণ করতে পারবেন না। চিকিৎসক যে বিষয়ে অভিজ্ঞ কেবল ওই বিষয়ে আমন্ত্রণ পেলেই তাতে অংশ নিতে বিদেশ যেতে পারবেন।

কোটি টাকা ঋণ দেয়ার কথা বলে ঢাকায় গণজমায়েতের চেষ্টা, আটক ১১

ঢাকায় আয়োজিত একটি সমাবেশে যোগ দিতে প্রলোভন দেখিয়ে লক্ষ্মীপুরের গ্রামীণ নারী-পুরুষদের নিয়ে আসার চেষ্টা করেছে একটি চক্র। ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে, প্রতি ব্যক্তিকে এক লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে যা বললেন সমন্বয়ক সারজিস

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ।

ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিবিপ্রধান

চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে উড়ানের অপেক্ষা করছিলেন। এর মধ্যেই আচমকা গ্রেপ্তার হলেন আলোচিত সন্ন্যাসী ও ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস (চিন্ময় প্রভু)। তিনি আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App