সংবিধান সংস্কারে কখন দেশব্যাপী জরিপ শুরু, জানালেন আলী রীয়াজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধান সংস্কার নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আগামী সপ্তাহে সারা দেশে জরিপ শুরু করবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেয়া হয়।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধান কেবল নির্বাচন সংক্রান্ত বিষয় নয়। তবে সংবিধানে নির্বাচনের বিষয়ে যেসব মতামত এসেছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ তৈরি করব। সুনির্দিষ্ট করে নির্বাচন কবে হবে, কী প্রক্রিয়ায় হবে- এসব বিষয় সরকার বলতে পারবে।
বিএনপির প্রস্তাবের ব্যাপারে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের প্রস্তাবগুলো আমরা পড়িনি। যতক্ষণ না পড়ছি, ততক্ষণ মন্তব্য করা সম্ভব না। অন্যান্য দলের পক্ষ থেকেও প্রস্তাব পেয়েছি। সেগুলোও পড়ব। বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে যে প্রস্তাব পাচ্ছি, সেগুলো হতে আলাপ-আলোচনার মাধ্যমে সুপারিশ তৈরি করা আমাদের দায়িত্ব।
সংবিধান সংস্কারের ওয়েবসাইটে ৫০ হাজারেরও বেশি মতামত এসেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। আরো কয়েকটি সংগঠন ও নেতৃত্বস্থানীয় ব্যক্তির সঙ্গে সঙ্গে আমরা কথা বলব।
আলী রিয়াজ বলেন, সংবিধানের বিষয়ে বিবিএসের মাধ্যমে আগামী সপ্তাহ থেকে সারাদেশে জরিপ শুরু হবে, যেন সব ধরনের মানুষের মতো আমরা পাই। নগর, গ্রাম, বয়স্ক, তরুণদের। এটাই আমাদের কাজ। কাজের অগ্রগতি হচ্ছে। আমরা আশাবাদী। রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।