২৬ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম

ছবি: ভোরের কাগজ
আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত
বাংলাদেশসহ অন্য দেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত সরকার। ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে হিলি স্থলবন্দর এলাকায় বেড়েছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলু ৭০ টাকায়, দেশি আলু ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চিন্ময় দাসকে নিয়ে ড. ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিলেন রামমন্দিরের পুরোহিত
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মীদের বিক্ষোভ ক্রমেই সহিংস আকার ধারণ করেছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দেশটির পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে।
চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার নিয়ে ‘কড়া’ বিবৃতি ভারতের
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও জামিন নাকচের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত।মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়।
আবারো পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে আলোচিত সেই জাহাজ
পাকিস্তানের করাচি থেকে পণ্য নিয়ে আলোচিত সেই জাহাজ আবারো চট্টগ্রাম বন্দরে আসছে। আগামী ১৯ ডিসেম্বর ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের জাহাজটি কনটেইনারবাহী পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। এমনটাই জানিয়েছেন নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার এবং রেজিস্ট্রার অব বাংলাদেশ শিপস ক্যাপ্টেন সাব্বির মাহমুদ।
ক্রাউন প্রিন্সের পরিকল্পনায় যেভাবে বদলে যাচ্ছে সৌদি
তেল-নির্ভর অর্থনীতির দেশ সৌদি আরবকে আমূল বদলে দিচ্ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার দূরদর্শী পরিকল্পনা ও সাহসী সিদ্ধান্তে নতুন গতি পেয়েছে দেশটির অর্থনীতি। বিশ্বকে অবাক করে দিয়ে একের পর এক মেগা প্রকল্প হাতে নিচ্ছেন তিনি। তার পরিকল্পনা বাস্তবায়িত হলে সৌদি আরব বিশ্ব পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের কারণ জানালেন উপদেষ্টা আসিফ
কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের উদ্বেগ, যেসব বিষয়ে সতর্ক করল
যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর দ্য কমনওয়েলথ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম *ইন্ডিপেনডেন্ট*-এর প্রতিবেদন অনুসারে, এই প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো হয়েছে।
দেশবাসীকে জরুরি বার্তা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর
আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। এসব কথা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি সারা দেশের সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
আদালত এলাকায় হামলা: আইনজীবীকে খুন করলো ইসকন সদস্যরা, আহত ৭
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আরো সাতজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ছাত্রদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা যাবে না
ছাত্রদের ওপর লিথাল ওয়েপন মারণাস্ত্র ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সড়ক বন্ধ করে আন্দোলনের চেয়ে নির্দিষ্ট স্থানে আন্দোলন করাই উত্তম।