×

জাতীয়

২৮ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম

২৮ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

আজমির শরিফের নিচে মন্দির থাকার দাবি, তদন্তের নির্দেশ আদালতের

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা আজমির শরিফের নিচে মন্দির থাকার দাবি তুলে আদালতে পিটিশন দায়ের করেছে। রাজস্থানের আজমিরে অবস্থিত সুফি সাধক মইনউদ্দিন চিশতির দরগাটি নিয়ে এই বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় আদালত পিটিশনটি গ্রহণ করে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে।  

কারাগারে চিন্ময় কৃষ্ণের খাবার সম্পর্কে জানালেন জেল সুপার

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সাধারণ বন্দিদের সঙ্গেই চট্টগ্রাম কারাগারে রয়েছেন। তার খাবারের ব্যবস্থা জেল থেকেই করা হয়েছে। বুধবার তিনি খেয়েছেন নিরামিষ খাবার।

হিন্দু পুরোহিতকে গ্রেপ্তার করা অযৌক্তিক, তাকে মুক্তি দিতে হবে : শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামে হিন্দু ধর্মীয় ইসকন প্রতিষ্ঠানের নেতাকে আটক করা "অযৌক্তিক" এবং তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) একটি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা মন্তব্য করেছেন। এরসঙ্গেও তিনি উল্লেখ করেন, সনাতন ধর্মীয় সম্প্রদায়ের এক শীর্ষ নেতা অবিচারে আটক হয়েছেন।

চার দশকে ১১১ নারীকে ধর্ষণ–যৌন নিপীড়নে অভিযুক্ত ফায়েদ

লন্ডনের হ্যারডস ডিপার্টমেন্ট স্টোরের সাবেক মালিক আল ফায়েদ শুরুতে ঠাণ্ডাপানীয় বিক্রেতা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে সেলাইমেশিনের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন এবং এরপর মধ্যপ্রাচ্য ও ইউরোপে আবাসন ও জাহাজ নির্মাণের ব্যবসা শুরু করেন। এইভাবে নিজেকে একজন সফল মিসরীয় ধনকুবের হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

চিন্ময় কৃষ্ণকে নিয়ে ‘কড়া’ বিবৃতি শেখ হাসিনার

ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত দাবি করে বিবৃতি দিয়েছে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। 

আইনজীবী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শেখ হাসিনার বিবৃতি

চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ভারতের পার্লামেন্টে প্রশ্ন, যে জবাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতার সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংসদের শীতকালীন এক অধিবেশনে এই তথ্য জানায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জী, প্রিয়াঙ্কা গান্ধী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, কোনো ধর্মের ওপরেই আঘাত আসুক আমি চাই না। এখানে ইসকনের যিনি আছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। এটা যেহেতু অন্য একটি দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি।

ইসকন ইস্যুতে যে সিদ্ধান্ত জানালেন হাইকোর্ট

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। চলমান ইসকন ইস্যুটি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মোকাবিলা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নালিশ

৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বিভিন্ন হামলা ও সহিংসতার ঘটনার তদন্ত দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা (ফিডস) নামের একটি সংস্থা।

আত্মসমর্পণের পর জামিন পেলেন ম্যাজিস্ট্রেট ঊর্মি

ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মানহানির অভিযোগে করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একই আদালতে আত্মসমর্পণ করেন তিনি। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App