×

জাতীয়

২৯ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম

২৯ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ভারত

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী ১১ ডিসেম্বর জরুরি বৈঠক ডেকেছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। বর্তমানে এই কমিটির নেতৃত্বে রয়েছেন দেশটির সংসদ লোকসভার কংগ্রেস দলীয় আইনপ্রণেতা শশী থারুর। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুব বেশি কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদল কংগ্রেসের এই সংসদ সদস্য।

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বিবৃতি

 বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগের বিষয়ে ভারতের সংসদ লোকসভায় আজও আলোচনা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুসহ সব নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ।

সংখ্যালঘু ইস্যুতে ভারতের উদ্বেগ, যা বললেন আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটলেও তা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটি অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

বঙ্গোপসাগরে সৃষ্টি হলো নতুন ঘূর্ণিঝড়, আঘাত হানবে কখন-কোথায়

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ‘ফিনজাল’ নামের এই ঝড়টি শনিবার (৩০ নভেম্বর) আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

আইনজীবী সাইফুল খুন: ৫২ সেকেন্ডের ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য

সাদা শার্ট ও কালো প্যান্ট পরা একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। আশপাশে ২৫-৩০ জন যুবক দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে এক যুবকের পরনে কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট, এবং মাথায় ছাই রঙের হেলমেট। হেলমেটধারী যুবকটি হাতে থাকা কিরিচ দিয়ে পড়ে থাকা ব্যক্তিকে একের পর এক আঘাত করছেন। একইসঙ্গে আরো তিন-চারজন তাকে মারধর করছেন। এই দৃশ্য পুলিশের উদ্ধার করা একটি ভিডিও থেকে নেয়া।

চিন্ময়-ইসকন ও সংখ্যালঘুদের নিয়ে নতুন করে যা বললো ভারত

বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার গত ২৫ নভেম্বর গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেপ্তারের পর গত কয়েকদিন ধরে মাতামাতি চলছে ভারতে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় এ নিয়ে বিক্ষোভও হয়েছে। 

‘১৫-১৬ বছরে ২০ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে আ.লীগ সরকার’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারা দেশে দুই হাজারের বেশি তরুণের প্রাণ কেড়ে নিয়েছে। সামগ্রিকভাবে গত ১৫-১৬ বছরে প্রায় ২০ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে এরা। সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা (তরুণরা) জেগে উঠেছো।

যেভাবে শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি, জানালেন ট্রাম্প

 ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম "ট্রুথ"-এ একটি পোস্টে বিশ্বকে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি যেভাবে হতে পারে। এটি একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হবে, এ বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেননি। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, তিনি খুব খুশি যে জেনারেল কিথ কেলগগকে ইউক্রেন ও রাশিয়া বিষয়ক প্রেসিডেন্টের সহকারী এবং বিশেষ দূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। একসাথে তারা শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবেন এবং আমেরিকা ও পৃথিবীকে আবার নিরাপদ রাখবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App