আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় মিললো

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

ছবি: সংগৃহীত
আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় মিলেছে। পুলিশের সংগ্রহ করা ৫২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ থেকে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। ফুটেছে দেখা গেছে, ২৬ নভেম্বর বিকেল সোয়া তিনটায় রাস্তায় পড়ে থাকা আইনজীবী সাইফুলকে কিরিচ দিয়ে কোপাতে থাকেন হেলমেটধারী কয়েকজন যুবক।
লাল হেলমেট, ব্লু রঙের টি-শার্ট ও জিন্স পরা বটি হাতে আরেক যুবক ওই যুবককে কোপাচ্ছেন। অন্য আরো তিন-চারজন তাকে পেটাচ্ছেন। চট্টগ্রাম আদালত ভবনের অদূরে কোতোয়ালি থানা-সংলগ্ন সেবক কলোনির স্বজন ভবনের সামনের রাস্তায় এভাবে পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে।
ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা ভিডিও ফুটেজের সূত্র ধরে ঘটনার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুলকে কোপান ওম দাশ, চন্দন ও রনব। তার নিথর দেহ পড়ে থাকলেও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটাতে থাকেন অন্যরা। তাদের মধ্যে হত্যায় জড়িত থাকার অভিযোগে রমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস, মনু মেথর ও রাজীব ভট্টাচার্যকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বেশির ভাগই পরিচ্ছন্নতাকর্মী। একজন রয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা এডিসি কাজী মো. তারেক আজিজ জানান, ‘শুধু চন্দন দাস নন, হত্যাকাণ্ডে ২৫ থেকে ৩০ জন অংশ নেয়। প্রাথমিকভাবে ভিডিও ফুটেজ ও গ্রেপ্তার আসামিদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। কিলিং মিশনে অংশ গ্রহণকারী যুবকদের বেশির ভাগকেই পুলিশ শনাক্ত করেছে। হত্যায় অংশ নেয়া আটজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। চন্দন দাস ছাড়াও সাইফুল হত্যায় অংশ নেয়া বাকি ২৪ জন হলেন- বিশাল, বিকাশ, শুভ কান্তি দাস, বিধান, রনব, রাজ কাপুর, লালা, সামির, সোহেল দাশ, শিব কুমার, বিগ লাল, পরাশ, গণেশ, ওম দাশ, পপি, অজয়, ওমকার দাশ, দেবী চরণ, দেব, জয়, রমিত, বুঞ্জা, লালা ও রুবেল সাহা।
এদিকে, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংগঠিত সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) নগরের কোতোয়ালি থানায় নিহত আলিফের বাবা জামাল উদ্দিন এ মামলা করেন।