৩০ নভেম্বর: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
ছুটি নিয়ে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
ডিসেম্বরে টানা ছুটি পেতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা ছুটি পেতে পারেন তারা। ২০২৪ সালের ডিসেম্বরে সাধারণ ছুটির মধ্যে রয়েছে বিজয় দিবস ও বড়দিনের ছুটি।
সংখ্যালঘু নিপীড়ন নিয়ে এবার ভারতকে পাল্টা আক্রমণ বাংলাদেশের
সংখ্যালঘু নিপীড়ন নিয়ে এবার পাল্টা ভারতকে আক্রমণ করেছে বাংলাদেশের। ভারতের সংবাদমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিষয়ে নাক গলানো অনুচিত ভারতের: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে’ নাক গলানো উচিত হয়নি ভারতের, বিতর্কের মধ্যেই এমন দাবি করেছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম। সিএনএন-নিউজ ১৮-কে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে আছেন। কারো কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার ঘোষণা ভারতের হাসপাতালের
বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা দেবে না বলে জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৩০ নভেম্বর) জেএন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশিদের ভিসা না দিয়ে বিপাকে ভারত!
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁর চিরচেনা কর্মব্যস্ততা এখন অনেকটাই স্তিমিত। চার মাস আগে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই এই শহরের অর্থনীতির চাকা শিথিল হয়ে পড়তে থাকে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশিদের জন্য ভিসানীতিতে কড়াকড়ি আরোপ করায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বনগাঁয়ের এমন চিত্র তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাশীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গে দলটি রাস্তায়ও নেমেছে। বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় কলকাতায়।
ইলিয়াস হোসেনের অভিযোগের জবাব দিলেন আইন উপদেষ্টা
বাংলাদেশকে অস্থিতিশীল এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সেখানে দাবি করা হয়, গত ৩-৪ আগস্ট ক্যান্টনমেন্টে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছেন আসিফ নজরুল। এবার সেই অভিযোগেরই জবাব দিয়েছেন আইন উপদেষ্টা।
কুমিল্লা নামেই বিভাগ হবে: উপদেষ্টা আসিফ
পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার। এ বিষয়ে আলোচনা করবো এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব। যদি বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।
সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার
সাংবাদিক মুন্নী সাহাকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানা গেছে, শনিবার ( ৩০ নভেম্বর) রাতে কারওয়ান বাজার এলাকায় তাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরেন। পরে পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে হেফাজতে নেয়।