গুরুত্বপূর্ণ দুই বিভাগ থেকে সরানো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহারকে গুরুত্বপূর্ণ দুই বিভাগ থেকে সরিয়ে দেয়া হয়েছে। দায়িত্ব পুনর্বণ্টনের পর তিনি ১৩টি নতুন বিভাগের দায়িত্ব পেয়েছেন। গত ২৮ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ এই আদেশ জারি করে, যা আজ (রোববার) থেকে কার্যকর হয়েছে।
এর আগে, ২৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের কার্যালয়ের সামনে নূরুন নাহার ও ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন। সর্বদলীয় ঐক্যের ব্যানারে কয়েকশ' কর্মকর্তা-কর্মচারী দফায় দফায় বিক্ষোভে অংশ নেন এবং তাদের পদত্যাগের আলটিমেটাম দেন। পরে গভর্নর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।
এছাড়া, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসহ বাংলাদেশ ব্যাংকে দুর্নীতি ও দলীয় কোটায় নিয়োগ-প্রমোশন পাওয়ার অভিযোগে বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর পদত্যাগের সিদ্ধান্ত নেন।