১ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম
-674c9f5ea08eb.jpg)
ছবি: ভোরের কাগজ
সামনে আরো কঠিন সময়: সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দিন-রাত কাজ করছে। সামনে আরো কঠিন সময় রয়েছে। সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্রান্তিলগ্ন থেকে উদ্ধার করা সম্ভব।
কলকাতায় হোটেল থেকে বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা পুলিশ গত দুই বছর ধরে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) কলকাতার মারকুইস স্ট্রিটের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতার মেয়র
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। সম্প্রতি, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে কলকাতার বেশ কিছু চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দিয়েছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কলকাতার মেয়র তথা পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
৪৪.৭% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার 'আগের সরকারের তুলনায় খারাপ করছে'
ভয়েস অফ আমেরিকার এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ পারফর্ম করছে অথবা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জরিপে অংশ নেওয়া ৪৪.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, চাল, মাছ, সবজি, ডিম, মাংস, তেল-এর মত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে বর্তমান সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ কাজ করছে।
স্বর্ণের দাম আরো কমলো, কবে থেকে কার্যকর
বাজারে স্বর্ণে দাম আবার কমলো। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৮১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ২২৭ টাকা।
আওয়ামী সরকারের পতনের বড় কারণ জানালেন মাহফুজ আনাম
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেছেন, গণমাধ্যমের ‘গলা চেপে ধরা’ আওয়ামী সরকার পতনের অন্যতম বড় কারণ ছিল। তিনি বলেন, তারা যদি মিডিয়ার স্বাধীনতা দিতো, তাহলে তাদের কাছে অনেক পর্যালোচনার তথ্য পৌঁছাতো। কিন্তু মিডিয়ার কণ্ঠরোধের কারণে তাদের কাছে সত্য যেতো না।
ভারতের বদলে তৃতীয় দেশ থেকে ভিসা নেয়ার উদ্যোগ
বর্তমানে ভারতের পর্যটন ভিসা বন্ধ আছে। তবে সীমিতভাবে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা চালু আছে। এ দুইটি খাতে ভিসা চালু থাকলেও অনেকেই ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। এ কারণে, বিশেষ করে বেশি শিক্ষার্থীরা বিপাকে আছেন।
ত্রিপুরার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার ঘোষণা
বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেয়ার ঘোষণা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালের পর এবার ত্রিপুরার একটি হাসপাতালও সেই তালিকায়। শনিবার (৩০ নভেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
বাংলাদেশের পোশাকের অর্ডার চলে যাচ্ছে ভারতের তিরুপুরে
বর্তমানে বাংলাদেশের পোশাক খাতের অর্ডার ধীরে ধীরে চলে যাচ্ছে ভারতের তিরুপুরে, যা একসময় বাংলাদেশের প্রধান প্রতিযোগী ছিল। তিরুপুর শহরটি ভারতের অন্যতম বৃহৎ টেক্সটাইল হাব হিসেবে পরিচিত, এবং এখানকার প্রায় ৫ হাজার পোশাক কারখানা বর্তমানে ৯৫ শতাংশ সক্ষমতায় চলছে।
যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের ৪০ কোটি পাউন্ডের সাম্রাজ্য, এগুলোর কী হবে
ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা যুক্তরাজ্যে সম্পত্তি ক্রয় করতে বিপুল অর্থ ব্যয় করেছেন। রিপোর্টে এই ঘনিষ্ঠদের মধ্যে সালমান এফ রহমান ও বেক্সিমকো গ্রুপ, নজরুল ইসলাম মজুমদার ও তার নাসা গ্রুপ এবং সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নাম এসেছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় আপিলে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ মামলার সব আসামি। রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।