যুক্তরাজ্যে সমাবেশ: বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠকের আগে নজরে শেখ হাসিনার ভাষণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভারত উত্তপ্ত পরিস্থিতিতে সোমবার (৯ ডিসেম্বর) দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আর এ বৈঠকে যোগ দেবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
এদিকে এ বৈঠকের আগে রবিবার (৮ ডিসেম্বর) লন্ডনে সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেই সমাবেশে দিল্লিতে আশ্রয়ে থাকা দলের সভানেত্রী তথা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন ভার্চুয়ালি। সরকার পতনের পর দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং এই আবহে ভারত-বাংলাদেশ সচিব পর্যায়ের বৈঠক নিয়ে ঠিক কী বার্তা দেবেন, সেদিকে নজর সবার। বিশেষত নেত্রীর ভাষণ শুনে নতুন করে চাঙ্গা হতে চাইছে আওয়ামী লীগ।
জানা গেছে, রবিবার দুপুরে লন্ডনের মিলনার রোডের এক প্রেক্ষাগৃহে বড়সড় সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই সভার মূল বক্তা শেখ হাসিনা। আর এই সভার যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, তাতে শেখ হাসিনাকে বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’ বলেই উল্লেখ করেছে স্থানীয় আওয়ামী লীগ! হাসিনা নিজেও অবশ্য একাধিকবার দাবি করেছেন, তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। আওয়ামী লীগও শেখ প্রধানমন্ত্রী মনে করে এবং তারা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্বীকার করছে।
এদিকে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা থাকলেও তারা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পুরো মাসব্যাপী ‘বিজয় সমাবেশ’ করার কর্মসূচি নিয়েছে।আওয়ামী লীগের সূত্র জানায়, এই কর্মসূচি স্বয়ং শেখ হাসিনার পরিকল্পনায় করা হচ্ছে । তার পরামর্শ নিয়ে বাস্তবায়ন করছে দল।
এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে নানা বিদ্রূপাত্মক মন্তব্য করেন। রবিবার শেখ হাসিনার ভাষণে সচিব পর্যায়ের বৈঠক প্রসঙ্গে কোনো বক্তব্য থাকতে পারে কিনা, তা গুঞ্জন রয়েছে।