ভারত-বাংলাদেশ সম্পর্কে গুণগত বদল এসেছে: পররাষ্ট্র উপদেষ্টা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ৫ আগস্টের পর ভারত ও বাংলাদেশ সম্পর্কের গুণগত বদল এসেছে। তবে সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায়, তা, এটা নিয়ে ভাবতে হবে। সেইসঙ্গে কাজ করতে হবে।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভিত্তিক (সার্ক) সাংবাদিকদের ফোরামের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কূটনৈতিক টানাপোড়েন শুধু বাংলাদেশ নয়, ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দু-দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৫ আগস্টের পরে সম্পর্কের গুণগত বদল হয়েছে। তবে সম্পর্ক কীভাবে এগিয়ে নেযা যায় তা নিয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে।
কাল সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক ফলপ্রসূ হবে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। দীর্ঘ ১০ বছর সার্ক সম্মেলন না হওয়াটাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।