প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে, আর দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পদে পদে প্রতিবেশী দেশটি ১৫ বছরে অনেক সুবিধা পেয়েছে বাংলাদেশ থেকে। এখন সেই সুবিধা না পেয়ে তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাদের আর কোনো সুবিধা দেওয়া হবে না, এবং তারা যেন বেশি বাড়াবাড়ি না করে।
আজ সোমবার দুপুরে খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, "কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেয়া হবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না, এবং কোনো নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার করা যাবে না। যদি কেউ ভুয়া মামলা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।"
অস্ত্র উদ্ধারে কার্যক্রম ও মব জাস্টিস
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুট হয়েছে, তবে এখনো সেগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা আশা করছি, অস্ত্র উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারব। এছাড়া, বিভিন্ন স্থানে মব জাস্টিসের ঘটনা ঘটছে। অনেকেই আইন নিজের হাতে নিচ্ছে, যার ফলে হত্যাকাণ্ড ঘটছে। এইসব ঘটনা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পরবর্তী সভা
এরপর, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বিকেলে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।
এ সভা ও মতবিনিময়ের মাধ্যমে তিনি সরকারের বিভিন্ন কর্মসূচি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করবেন বলে জানা গেছে।