×

জাতীয়

বিক্রম মিশ্রির মাধ্যমে শেখ হাসিনাকে যে বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

বিক্রম মিশ্রির মাধ্যমে শেখ হাসিনাকে যে বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার

সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-বিক্রম মিশ্রি। ছবি : সংগৃহীত

   

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় গণমাধ্যমে জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের অভ্যুত্থান এবং এরপর সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে প্রচারিত অপপ্রচার এবং বিভ্রান্তিকর বয়ান বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বার্তা দেয়া হয়। 

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন এবং বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। বিশেষত, দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় কিছু মন্তব্য করেছেন, যা বাংলাদেশ সরকার কর্তৃক গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তাদের জানানো হয়েছে, হাসিনার দেয়া এসব বক্তব্য বাংলাদেশের সরকার পছন্দ করে না।

পররাষ্ট্র সচিব আরো জানান, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দিয়েছেন, তা এই সরকার পছন্দ করছে না। আমরা স্পষ্টভাবে বলেছি, এই বক্তব্যগুলো হাসিনাকে জানানো উচিত এবং ভারতের পক্ষ থেকে বিষয়টি আমলে নেয়া হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের মন্তব্য অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। 

সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ওঠানো অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে বসবাসরত সব নাগরিক স্বাধীনভাবে তাদের ধর্মচর্চা করে আসছে এবং কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচারের সুযোগ নেই। বাংলাদেশ সরকার বিদেশি সাংবাদিকদের সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে আমন্ত্রণ জানিয়েছে, যাতে প্রকৃত সত্যতা উন্মোচিত হয়।

তিনি আরো উল্লেখ করেন, ভারতকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং অন্য দেশের মন্তব্য এখানে অযৌক্তিক। বাংলাদেশও কখনো অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে বিরত থাকে, তাই ভারতকেও এমন মন্তব্য থেকে বিরত থাকতে হবে। 

সীমান্তে হত্যার ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ সীমান্তে হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনার অঙ্গীকার করেছে এবং এটি আমাদের প্রধান অগ্রাধিকার। প্রতিটি জীবনই মূল্যবান। তিনি ভারত সরকারকে সীমান্তে সংঘটিত অপরাধ, মাদক পাচারসহ অন্যান্য দীর্ঘমেয়াদি সমস্যাগুলোর সমাধানের জন্য দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন। 

সংক্ষেপে, পররাষ্ট্র সচিব ভারতের সহযোগিতা কামনা করে বলেন, এতে উভয় দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App