×

জাতীয়

সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করলো বিজিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করলো বিজিবি

ছবি: সংগৃহীত

   

সিলেটের জৈন্তাপুরে সীমান্তবর্তী এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বরত শ্রীপুর বিওপি সদস্য ও জৈন্তাপুর মডেল থানার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহর সাধুখালি গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিতলা কাইখালি গ্রামের মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তি লতা মন্ডল (৬০)। ভারতীয় এই নারী দীর্ঘদিন বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহর সাধুখালী গ্রামে শান্তি রাণী মৃত্তি নামে বসবাস করে আসছিল।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামপুঞ্জি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় স্থানীয়দের সহায়তায় সীমান্ত পিলার ১২৭৯/৩-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের মধ্যে মোকামপুঞ্জি এলাকা হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাদী-নাতি সম্পর্কের কথা স্বীকার করে। এসময় কাছে থাকা ব্যাগ তল্লাশি করে প্রয়োজনীয় পোশাক ও চাদর পাওয়া যায়। মুকুল বিশ্বাসের কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যায়, যাতে ভারতীয় অসংখ্য নাম্বারে কললিষ্টের সন্ধান পায় বিজিবি-পুলিশ।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিক শান্তি রাণীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মুকুল বিশ্বাসের সঙ্গে অবৈধভাবে ভারতে তার স্বামীর বাড়িতে যেতে সীমান্তবর্তী এলাকায় আসেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App