×

জাতীয়

ছাগলকাণ্ডের সেই ইফাতের বিরুদ্ধে এক নারীর মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম

ছাগলকাণ্ডের সেই ইফাতের বিরুদ্ধে এক নারীর মামলা

ছবি: সংগৃহীত

   

গত পবিত্র ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় ছাগল কেনার বুকিং দিয়ে আলোচনায় আসা তরুণ মুশফিকুর ইফাতের (২০) বিরুদ্ধে এক নারী হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেনে।  গত রবিবার আফরোজা নামে ওই নারী বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন। শুক্রবার পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। ইফাত আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, লালমাটিয়া ও ধানমন্ডি এলাকায় ইফাতের গ্যাং বাহিনী রয়েছে। ৭ ডিসেম্বর ধানমন্ডি এলাকায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল হামিদ সোয়াদের (১৬) ওপর ইফাত ও তার গ্যাং সদস্যরা হামলা চালায়। এ ঘটনায় ইফাতসহ তিনজনের নাম উল্লে­খ এবং অজ্ঞাত আরো সাতজনকে আসামি করে কিশোর সোয়াদের মা আফরোজা বেগম হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেছেন। মামলার অন্য দুই আসামি হলেন- শেখ রাফিত রহমান (২১) ও তাসরিফ (১৯)।

এ বিষয়ে পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, ইফাতের বিরুদ্ধে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর ইফাত মালয়েশিয়ায় চলে যান। পরে আবার দেশে আসেন। রাজধানীর লালমাটিয়া ও ধানমন্ডিতে ইফাতের গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা প্রায়ই মারামারির সঙ্গে জড়িয়ে পড়ে। সম্প্রতি ইফাত ও তার গ্যাং বেশ কয়েকটি মারামারির ঘটনা ঘটিয়েছে।

আফরোজা বেগম জানান, গত বছর ধানমন্ডিতে ইফাতের একটি গাড়িচাপার ঘটনা আমার ছেলে দেখে ফেলে। ওই ঘটনা পুলিশের কাছে বলায় আমার ছেলেকে টার্গেট করে হামলা করা হয়। আসামিরা একটি ভবনের রুমের ভেতরে নিয়ে ছেলের ওপর হামলা চালায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App