সাকিবকে জরিমানা করা নিয়ে যে মন্তব্য করলেন অর্থ উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

ক্রিকেটার সাকিব আল হাসান ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
আর্থিক খাতে অসৎ কর্মকাণ্ডের জন্য ক্রিকেটার সাকিব আল হাসানকে আরো বছর দুয়েক আগেই জরিমানা করা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলন তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে গত ১৫ বছর যে হারে দুর্নীতি হয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল। চুরি-দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। তিনি বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না। চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি।
আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে জানিয়ে তিনি বলেন, এ প্রণোদনা সারা জীবন দেয়া সম্ভব নয়। যৌক্তিক কর ব্যবসায়ীদের দিতে হবে। আগামী অর্থবছরের বাজেটে প্রণোদনা কমানো হবে।
আরো পড়ুন: পদমর্যাদার সঙ্গে আর্থিক সুবিধা পাবেন বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, ট্যাক্স সিস্টেমকে রিফর্ম করা হচ্ছে। ট্যাক্স পলিসি ও ট্যাক্স ইমপ্লিমেন্টেশন আলাদা করা হবে।
২০২২ সালে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক তদন্ত প্রতিবেদনে শেয়ার কারসাজির অভিযোগে সাকিব আল হাসানের নাম ওঠে। শেষ পর্যন্ত গত ২৪ সেপ্টেম্বর তাকে অর্ধকোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।