‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন শফিক রেহমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

শফিক রেহমান
বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘সিজেএফবি’ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমান। সংগঠনটির সহ-সভাপতি রাসেল আজাদ বিদ্যুত খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজয়ের মাস ডিসেম্বরে ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডসের ২৩তম আসরে শফিক রেহমানের হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে। আগামী ২৮ ডিসেম্বর ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডসের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শফিক রেহমানের পাশাপাশি পুরস্কার পাচ্ছেন ২০২৩ সালে বিনোদনের বিভিন্ন মাধ্যমে আলো ছড়ানো তারকারা।
আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
শফিক রেহমান সাংবাদিক, উপস্থাপকের পাশাপাশি একজন রাজনৈতিক বিশ্লেষক ও লেখকও। এছাড়া সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
'মৌচাকে ঢিল' নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা কাজেও জড়িত ছিলেন তিনি। ক্যারিয়ারে কাজ করেছেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও। তবে দর্শক মহলে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন 'লাল গোলাপ' অনুষ্ঠানটি উপস্থাপনা করে।