অর্থনৈতিক স্বস্তির ওপর নির্ভর করবে সফলতা : দেবপ্রিয় ভট্টাচার্য

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

ছবি: সংগৃহীত
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, দেশের মানুষকে অন্তর্বর্তী সরকার কতখানি অর্থনৈতিক স্বস্তি দিতে পেরেছে; তার ওপর নির্ভর করবে সরকারের সফলতা।
রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। দেবপ্রিয় বলেন, যদি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দেয়া না যায় এবং আইনশৃঙ্খলা দিয়ে সুরক্ষা দিতে না পারি, তাহলে সংস্কারের জন্য মানুষের যতোই ভালোবাসা থাকুক না কেন, ধৈর্য থাকবে না।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ৬ মাসের মধ্যে বা বাজেটের ভেতরে কীভাবে ব্যাংকের তারল্য সংকট বা অর্থনৈতিক সংকট কীভাবে মোকাবিলা করবে তার রূপরেখা এখনো দেখা যায়নি। তবে চেষ্টা হচ্ছে, তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে একটি সমন্বিত, কার্যকর মধ্য মেয়াদি কর্মসূচির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ শুল্ক-কর কাঠামো কী হবে, টাকা বিনিময় হার কতটুকু স্থিতিশীল থাকবে, ঋণের সুদের হার কমবে কী কমবে না - এসব বিষয় একত্রিত করে একটি মধ্য মেয়াদি কর্মসূচির প্রণয়ন জরুরি হয়ে পড়েছে।
দেবপ্রিয় বলেন, বিদেশিদের সাথে সম্পর্ক স্থাপনে নজর দিতে হবে। এক্ষেত্রে যারা ঐতিহাসিকভাবে অর্থ সাহায্য দিয়ে আসছে তাদের পাশাপাশি যারা অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার সুবিধা দেয় তারা এবং যে-সব দেশ থেকে রেমিট্যান্স আসে তাদের সাথে সম্পর্ক জোরদার করতে হবে।
নেপাল থেকে একজন শ্রমিকের বিদেশ যেতে যেই অর্থ খরচ হয়, বাংলাদেশে তার তিন গুণ খরচ হয়। বিদেশি কর্মী পাঠাতে কেবল ২ বিলিয়ন ডলার হুন্ডির মাধ্যমে পাচার করা হয়েছে, যোগ করেন তিনি।