×

জাতীয়

ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়: মির্জা আব্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পিএম

ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

   

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা দেখেছি, শুনেছি ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে, সেটা জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে; অপেক্ষা করব। কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষ বাঁচার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু মানুষের অভাবের তাড়না রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা সমাধান হবে না। তাই আমরা চাই, এ সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একজন উপদেষ্টা কয়েকদিন পূর্বে বলেছেন আমি তার জবাব দিতে চাই না। ‘৫৩ বছর রাজনৈতিক নেতৃবৃন্দরা কি করেছে।’ আমরা বলতে চাই আপনি রাজনীতি করেন না, সুতরাং রাজনৈতিক ব্যক্তি সম্পর্কে সম্মান দিয়ে কথা বলবেন। একজন রাজনৈতিক ব্যক্তি একদিনে তৈরি হয়ে যায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল কিংবা এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা একদিনে তৈরি হয়নি। সুতরাং রাজনৈতিক ব্যক্তিরা যা বলেন কথাগুলো বোঝার এবং মানার চেষ্টা করেন। এ কথা কখনোই মনে করবেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করেছি। ক্ষমতায় যাওয়ার কথা আমরা কখনো বলিনি আজও বলিনি কখনো বলব না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনে যারা অংশ নেবে তারা যদি চায় তাহলে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবেন এটাকে আমরা সাধুবাদ জানাই। এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয় এটা যুগ যুগ ধরে চলবে নতুন কিছু নয়। এটা একটা প্যাকেট নয় যে প্যাকেট করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। সময়ের বিবর্তনের সময়ের চাহিদায় সংস্কার হয়।

বিএনপির এই নেতা আরো বলেন, আমরা আশা করছি এই সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেবেন এটাই আমাদের কামনা।

মির্জা আব্বাস বলেন, আমি বিজয় দিবসে বহুবার সাভার স্মৃতিসৌধ এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে এসেছি কিন্তু আজকের মতো এতো মানুষের ঢল কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ জনগণের বাঁধভাঙা উল্লাস। এদেশের মানুষ স্বৈরাচারমুক্ত হয়েছে। এদেশের মানুষ চায় এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আর কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App