এবারের শীতকালে রেকর্ড বৃষ্টির শঙ্কা, সবচেয়ে বেশি হবে যেসব বিভাগে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম

পুরোনো ছবি
২০২২ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারির মতো এবারো শীতকালে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশে রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে চার বিভাগে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসময়ে ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে। স্থলভাগের ওপর পশ্চিমা লঘুচাপ ও সমুদ্রের ওপর লঘুচাপের মিলিত প্রভাবে ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ পলাশ বলেন, এই সম্ভাব্য ভারি বৃষ্টিপাত সম্পর্কে তিনি শতকরা ৯০ ভাগ নিশ্চিত। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে, তবে এর পরিমাণ তুলনামূলক কম। রংপুর বিভাগে অপেক্ষাকৃত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই ভারি বৃষ্টির কারণে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আলু-চাষিদের ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জমিতে পানি জমে যাওয়ার কারণে ফসল নষ্ট হতে পারে।