সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, নেপথ্যে যে কারণ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পিএম

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছে রেল শ্রমিকরা। ছবি: সংগৃহীত
রেলের অস্থায়ী শ্রমিকরা তিন দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন । এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা। আর এ অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ।
জানা গেছে, তিনটি দাবিতে এবার এসব অস্থায়ী শ্রমিক অবরোধ করেছেন রেলপথ। এর মধ্যে আছে- পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে। লাইন ক্লিয়ার হওয়ার পর যত দ্রুত সম্ভব যোগাযোগ স্বাভাবিক করা হবে।
অস্থায়ী এসব কর্মী (টিএলআর) প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পান। তারা রেলের কর্মচারী নন। তারা রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত।
অস্থায়ী কর্মীদের এই অবরোধ নিয়ে বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, তারা এই অবরোধ সরিয়ে দেয়ার চেষ্টা করছে।
এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।