×

জাতীয়

বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত ভারতীয় সেনা মোতায়েন, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

   

সম্প্রতি বাংলাদেশের সীমান্তে ভারী সামরিক সরঞ্জামসহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটি একটি রেলক্রসিংয়ে ধারণ করা হয়েছে। যেখানে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার বোঝাই একটি ট্রেনকে দেখতে পাওয়া যায়। 

দাবি করা হচ্ছে, ট্যাঙ্কার বোঝাই এই ট্রেনটি-ই সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, বাংলাদেশের সীমান্তে ভারী সামরিক সরঞ্জামসহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েন ভিডিওটি আসলে ভুয়া। 

রিউমর স্ক্যানার জানায়, বাংলাদেশ সীমান্তে ভারী সামরিক সরঞ্জামসহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েনের দাবিটি সঠিক নয় বরং, ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে ধারণ করা ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দাবিটির বিষয়ে অনুসন্ধানে শচীন কুমার নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২১ নভেম্বর প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে এটির মিল রয়েছে। তবে ভিডিওটিতে মুজাফফরনগর শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়।

পরবর্তী অনুসন্ধানে fitness_pawan2 ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম আইডিতে গত ১৫ নভেম্বর Hathiyar se lod train শীর্ষক শিরোনামে প্রচারিত আলোচিত ভিডিওটির একটি স্পষ্ট সংস্করণ খুঁজে পাওয়া যায়। তবে উক্ত ভিডিওটির শেষাংশে রেল ক্রসিংয়ের অপরপাশে একটি সাইনবোর্ড দেখতে পাওয়া যায়। 

সাইনবোর্ডটির লেখা অনুবাদের মাধ্যমে জানা যায়, এতে ‘মা কা আর্শীবাদ কালেকশন’ লেখা রয়েছে; যার বাংলায় অর্থ ‘মায়ের আর্শীবাদ কালেকশন’। পরবর্তীতে ‘মুজাফফরনগর’ এবং ‘মা কা আর্শীবাদ কালেকশন’ তথ্য দুটির সূত্রে Justdial নামের ওয়েবসাইট থেকে মুজাফফরনগরের ডাল চাঁন্দ মার্কেটের সন্নিকটে এই নামের একটি দোকান আছে বলে জানা যায়।

আরো পড়ুন: ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে বাংলাদেশের ট্যাংকের বহর, যা জানা গেলো

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App