১৭ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম, যা জানা গেলো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম শীর্ষক শিরোনামে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভাইরাল হয়েছে। ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ১০ লাখ বারেরও অধিক দেখা হয়েছে। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৭৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি প্রায় ৩ হাজার বার শেয়ার করা হয়েছে।
‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ করা হয়নি
গত ১০ ডিসেম্বর 'জয় বাংলা'কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই দাবি করছেন ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমেও উক্ত দাবিতে প্রতিবেদন প্রকাশ করা হয়।
জাতীয় ঐকমত্য গঠন কমিশন, নেতৃত্বে থাকছেন ড. ইউনূস ও আলী রীয়াজ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো সংস্কার কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। তারা শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি।
প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপ নিয়ে আ. লীগের প্রতিক্রিয়া
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার শেষে আগামী বছরের (২০২৫ সাল) শেষে দিকে কিংবা ২০২৬ এর শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি; তাহলে অন্তত আরো ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।
ঢাকা সফরে এসে ১ ঘণ্টা কোথায় ছিলেন ভারতীয় পররাষ্ট্র সচিব?
নানান ইস্যুতে বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। ৫ আগস্টের পর বাংলাদেশের নিজস্ব বিষয় নিয়ে ভারতীয় মিডিয়া অতিমাত্রায় রঙচঙ মেখে খবর পরিবেশন করছে। এতে উসকানি রয়েছে, তাতে কারোর চোখ এড়ায়নি। এমন প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র সচিব মিক্রম মিশ্রি গত ৯ ডিসেম্বর ঢাকায় আসেন।
পরীক্ষা ছাড়াই ৯ হাজার শিবির কর্মীকে পুলিশে নিয়োগ, যা জানা গেলো
কোনো বিজ্ঞপ্তি ও ট্রেনিং এবং পরীক্ষা ছাড়াই নয় হাজার শিবির কর্মীকে পুলিশে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। অথচ কোনো মিডিয়া এসব প্রচার করছে না। কোনো প্রকার সূত্র ও উপযুক্ত প্রমাণাদি ছাড়াই এমন দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত ভারতীয় সেনা মোতায়েন, যা জানা গেলো
সম্প্রতি বাংলাদেশের সীমান্তে ভারী সামরিক সরঞ্জামসহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটি একটি রেলক্রসিংয়ে ধারণ করা হয়েছে। যেখানে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার বোঝাই একটি ট্রেনকে দেখতে পাওয়া যায়।
যে কৌশলে দেশ ছাড়েন ওবায়দুল কাদের, এখন আছেন যেখানে
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দেশত্যাগের পর কার্যত দিশাহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা। অনেকেই দেশ ছাড়েন।
বাইডেনকে 'মূর্খ' বললেন ট্রাম্প
মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে 'মূর্খ' বললেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এ সিদ্ধান্তকে ভুল এবং বোকামি বলেও মন্তব্য করেছেন নবনির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট। খবর তাসের।
পলক ভাই, ইন্টারনেট আছে? সাংবাদিকদের যে জবাব দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলার তদন্তের অগ্রগতি জানাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৬ জনকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বাংলাদেশে ১০ টাকার কয়েন আসছে!
বাংলাদেশের মুদ্রাবাজারে আসছে ১০ টাকা মূল্যমানের কয়েন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশে ১০ টাকার কয়েন আসছে! সেই সঙ্গে একটি ছবি ট্যাগ করেছেন তিনি।
মালয়েশিয়াকে ২৯ রানে গুঁড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিয়ে ১২০ রানের বিশাল জয় পেয়েছে টাইগ্রেসরা। এই জয়ে সুপার ফোরে ওঠা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। এর আগে, প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাঘিনীরা।
৪০০ নয়, শেখ হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘৪০০ কোটি টাকার পিয়ন’ জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা জমা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর কামরুন নাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
সংবিধানে জাতির জনক, ৭ই মার্চসহ যেসব ধারা সংসদের জন্য রেখে দিলেন আদালত
আইনজীবীরা বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা আদালত বাতিল করেননি। তারা বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা কয়েকটি ধারা আদালত বাতিল করেছেন। বাকিগুলো ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিয়েছেন।