আ.লীগ ইসলামী ব্যাংকগুলো লুট করেছে: আসিফ নজরুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম

ছবি: সংগৃহীত
আইন ও বিচার বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলো আওয়ামী লীগ লুট করেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, যখন আমি বিদেশ যাই, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর কথা বলে। বিদেশে তারা কঠোর পরিশ্রম করেন। হাড়ভাঙা পরিশ্রম করে যে আয় করেন, সেই টাকা দেশে পাঠান। স্বৈরাচারের দোসররা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই ব্যাংকগুলোকে পঙ্গু করে দেয়ার জন্য টার্গেট করেছিল ।
তিনি বলেন, গত বছরে রেমিট্যান্স প্রবাহ মন্দা ছিল। এবার ২৬ শতাংশ বেড়েছে। অভিবাসন ব্যয় যাতে কমানো যায়, এ ব্যাপারে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
উপদেষ্টা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেখতে হবে কোনোভাবেই যেন বিদেশি দূতাবাসে প্রবাসীরা হয়রানির শিকার না হয়।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই অভ্যুত্থানে বড় অংশীজন ছিলেন প্রবাসীরা। প্রকল্পগুলোতে বিদেশি কর্মী না এনে অভিজ্ঞ, প্রশিক্ষিত প্রবাসীদের দেশে আনার আহ্বান করেন তিনি। জাতীয় নির্বাচনে প্রবাসীরা যাতে তাদের ভোট দিতে পারে তা নিশ্চিত করার কথাও বলেন স্থানীয় সরকার উপদেষ্টা।