বীর মুক্তিযোদ্ধার মর্যাদায় সমাহিত হচ্ছেন বিএনপি নেতা হারিস চৌধুরী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত
হারিস চৌধুরী পেয়েছেন বীর মুক্তিযোদ্ধার সম্মাননা। গত ৪ ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছেন মুক্তিযোদ্ধার সম্মাননা দিয়ে তার নিজ এলাকায় প্রতিষ্ঠিত মাদরাসার কবরস্থানে দাফন করতে হবে। জীবিতকালে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন।
করোনার সময় ঢাকার সাভারে তাকে দাফন করা হয়। সে সময়ই দাফন করা ব্যক্তিটি বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর মৃতদেহ বলে দাবি করেন তার কন্যা ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী। তবে তৎকালীন ক্ষমতাসীন সরকার বিষয়টি তদন্ত করেও অমীমাংসিত রেখে দেয়।
পরে ৫ আগস্টের পর দেশে ফিরে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার সামিরা। এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী ডিএনএ পরীক্ষার পর বাবা ও মেয়ের ডিএনএতে মিল খুঁজে পায় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়াত হারিস চৌধুরীর লাশ মুক্তিযোদ্ধার সম্মাননায় দাফন ও দাফন পরবর্তী রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
জানা গেছে, তদন্তের সাপেক্ষে গত ১৭ অক্টোবর উত্তোলন করা হারিস চৌধুরীর লাশ এই মুহূর্তে ঢাকা মেডিকেলের মর্গে সংরক্ষিত আছে। আদালতের লিখিত আদেশ হাতে পেয়েছেন পরিবারের সদস্যরা। সেই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সমাজসেবা বিষয়ক মন্ত্রণালয়েও হাইকোর্টের এই নির্দেশনা পৌঁছেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী বলেন, আদালতের আদেশ আমাদের হাতে এসেছে। দ্রুত সময়ের মধ্যে আব্বুকে সিলেটে তার ওসিয়ত অনুযায়ী নিজ প্রতিষ্ঠিত এতিমখানার কবরস্থানে দাফন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে প্রশাসন আমাকে যথেষ্ট সহায়তা করছে। আগামী ১৯ তারিখ আমি সরেজমিনে দেখতে কানাইঘাট যাচ্ছি।
তিনি বলেন, আমি আশা করি হাইকোর্টের যুগান্তকারী এই রায় যথাযথভাবে আমলে নেবেন মুক্তিযুদ্ধ ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়। যেই এতিমখানায় আব্বুর দাফন হবে, সেটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন।