দূষিত শহরের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ এএম

ছবি :সংগৃহীত
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। মেগাসিটি ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। সেই দিক থেকে ঢাকার অবস্থান তৃতীয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা।
প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। এদিন সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লি স্কোর ৭১৮। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি তালিকায় দুই নম্বরে ৪৬৬ স্কোর নিয়ে আছে সারাজেভো বসনিয়া ও হার্জেগোভিনার।
এছাড়া ২৫৭ স্কোর নিয়ে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য আজও খুব অস্বাস্থ্যকর।