কাফি, জসিমসহ পুলিশের সাবেক ৫ কর্মকর্তা ট্রাইব্যুনালে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কাফি, জসিমসহ পুলিশের সাবেক পাঁচ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা ৫৮ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজনভ্যানে করে তাদের নিয়ে আসা হয়।
পুলিশের সাবেক পাঁচ কর্মকর্তা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালেতাদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সব মিলিয়ে ছয়জন সাবেক পুলিশ কর্মকর্তা ও একজন সংস্থার মহাপরিচালকসহ মোট সাতজনকে হাজির করা হয়েছে।