বিজয় দিবসে ড. ইউনূসকে শুভেচ্ছা শেখ হাসিনার, যা জানা গেলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম

ছবি: সংগৃহীত
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনকলে শুভেচ্ছা জানিয়েছেন এমন দাবিতে একটি অডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।
শেখ হাসিনা বিজয় দিবসে ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত ভিডিওটি প্রায় ৫ লক্ষাধিক বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১৫ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে ৫ শতাধিক মন্তব্য করা হয়েছে। ভিডিওটি ৬ শতাধিক বার শেয়ার করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এ বছর প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনকলের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানাননি বরং, এই দাবিতে প্রচারিত শেখ হাসিনার এই অডিও বার্তাটি ২০২০ সালে প্রধানমন্ত্রী থাকাকালে সে বছরের বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া হয়েছিল।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত অডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা বলছি। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি।”
আরো পড়ুন: ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারসহ ১০ কর্মকর্তাকে পদায়ন
এই অডিওটিকে শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার ফোনকল দাবি করা হলেও সেখানে ড. মুহাম্মদ ইউনূসের কোনো কথা শোনা যায়নি।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এ বছর বিজয় দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনকলের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর বিষয়ে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২০ সালের ১৫ ডিসেম্বর ‘মোবাইল ফোনে বিজয় দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সে বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছিলেন। মোবাইল ফোন রিসিভ করলে সে সময় শোনা যায় ‘আমি শেখ হাসিনা বলছি, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
আরো পড়ুন: রূপালী ব্যাংকে ডাকাতি করতে যাওয়া ৩ জনের আত্মসমর্পণ
এছাড়াও মূলধারার গণমাধ্যম দেশ রূপান্তরের ওয়েবসাইটে ২০২০ সালের ১৫ ডিসেম্বর ‘বিজয় দিবস উপলক্ষে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।
তাছাড়া মূলধারার গণমাধ্যম বাংলানিউজ২৪ এর ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২০ সালের ১৫ ডিসেম্বর ‘সাধারণ জনগণের মোবাইল ফোনে পাঠানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত শেখ হাসিনার অডিও বার্তা সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
এই অডিও বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছে রিউমর স্ক্যানার টিম। উক্ত অডিও’র শুরু থেকে ১৭ সেকেন্ড অংশের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত অডিওটি’র হুবহু মিল পাওয়া যায়।
সুতরাং, ২০২০ সালে দেশবাসীর উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর একটি অডিও বার্তাকে এ বছরের বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনকলে শুভেচ্ছা জানানোর অডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।