×

জাতীয়

২০ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম

২০ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

ড. ইউনূসসহ ২০ উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপ ট্রাম্পের, যা জানা গেলো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২০ জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি জানিয়ে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, ভিডিওটি আসলে ভুয়া।

স্পন্সর ভিসায় ৪ লাখের বেশি শ্রমিক নেবে ইতালি

ইতালির শ্রমবাজারে চলমান অস্থিরতা এবং কঠোর নিয়ন্ত্রণের মধ্যে সবচেয়ে বেশি আবেদনকারী বাংলাদেশিরা। আগামী তিন বছরে ইতালিয়ান সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় সাড়ে চার লাখ শ্রমিক নেবে। তবে এই সুযোগের জন্য কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

উপদেষ্টা মাহফুজ আলমের সেই মন্তব্যের কড়া প্রতিবাদ জানালো ভারত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্যের পর ভারত ঢাকাকে কড়া প্রতিবাদ জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই বিষয়টি উল্লেখ করে জানান, নয়াদিল্লি বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।  

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী। এতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের ম্যাচে যত রেকর্ড বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকদের পাল্টা ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেটিও টি-টোয়েন্টি ফরম্যাটে এবং সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতেই।

আত্মপ্রকাশ করছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল, নাম হতে পারে ‘জনশক্তি’

আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক হবে। দলের সম্ভাব্য নাম হতে পারে ‘জনশক্তি’। তবে সবার মতামত নিয়ে এটি পরিবর্তনও হতে পারে। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যায়লের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনেই অংশ নেয়ার পরিকল্পনাও তাদের।

কারাগার থেকে স্ত্রীকে লেখা ব্যারিস্টার সুমনের আবেগঘন চিঠি ভাইরাল, যা লিখলেন

মা ও ভাই-বোনদের উদ্দেশ্যে কারাগার থেকে ব্যারিস্টার সুমনের লেখা চিঠি নিয়ে সামাজিত যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ব্যারিস্টার সুমনের যুক্তরাজ্য প্রবাসী ভাই চিঠি দুটি তার ফেসবুকে শেয়ার করেন। তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয় বিভিন্ন মহলে। এবার সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা সুমনের আরো একটি চিঠি।

২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

এবছরও যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট তার বর্ষসেরা দেশ নির্বাচন করেছে। ২০২৪ সালের সেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শীতে খোলামেলা অবতারে জয়া, নেটিজেনদের বিরূপ মন্তব্য

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন ও খোলামেলা এই অভিনেত্রী। প্রায় দিনই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন জয়া। এইতো, দিন কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পড়ে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি জয়াকে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App