ফুটপাতে বাইক চলাচল নিয়ে কড়া হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
ফুটপাতে মোটরসাইকেল চলাচল নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রমনা সিটিজেন ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ব্যক্তিগত বাইককে ফ্যামিলি বাইকে পরিণত না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ রয়েছে আপনি অবিবেচকের মত ফুটপাতে বাইক উঠাবেন না। সেখানে রাস্তায় যখন যানজট লাগে মোটরসাইকেল ফুটপাতে উঠে যায়। একজন ভদ্র মহিলা হাঁটছেন সেখানে বাইক তার গায়ের উপর উঠে যাচ্ছে। এটা তো আমরা মেনে নিতে পারি না। ফুটপাতে মানুষ হাঁটবে। ফুটপাতে যদি বাইক উঠে যায় তাহলে উনি হাঁটবেন কি করে। এই অবিবেচকের মত কাজ করলে তো ট্রাফিক ব্যবস্থা ঠিক হবে না। মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেনা। ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। এজন্য ট্রাফিক আইন ভঙ্গকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না এবং এ ব্যাপারে আমার অফিসারদের কঠোর নির্দেশনা দিয়েছি।
ডিএমপি কমিশনার বলেন, যারা গাড়ি চালান তারা সমানে হর্ন দিতে চান। কানের পর্দা ফাটিয়ে ফেলেন হাফ কিলোমিটার যানজট লেগেছে আপনি তো দেখছেন তাহলে কেন হর্ন দিচ্ছেন! স্কুলের সামনে হাসপাতালে সামনে সমানে হর্ন দিয়ে চলেছেন। পৃথিবীর সব শহরে কি হর্ন আছে! বড় বড় শহরে কি হর্ন গাড়ির চালু করা? সারাদিনে একটা লোক হর্ন বাজায় না। অথচ রাস্তায় লক্ষ কোটি গাড়ি চলছে। ২০ থেকে ৩০ লক্ষ গাড়ি চলে এই ঢাকা শহরে। নিউইয়র্ক শহরে গাড়ি চলে দেড় কোটি। কই সেই শহরে তো কোন একটা হর্ন শুনলাম না। অথচ এই শহরের ২০ থেকে ৩০ লক্ষ গাড়ি চলে তারা সমানে হর্ন বাজায় চালকরা।
এ ব্যাপারে আইন নেই জানিয়ে তিনি বলেন, যারা হর্ন বাজান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো আমার হাতে কোন আইন নাই। আমি সব আইন কানুন ঘেঁটে দেখেছি। তবে ব্যবস্থা আমি নেব। এ বিষয়ে আমি সরকারের সাথে আলোচনা করেছি। পরিবেশ আইনে সড়কে পরিবর্তন এনে আমার সার্জেন্ট যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে পারে এবং টাকা জরিমানা করতে পারে বিষয়টি নিয়ে সরকারের সাথে আলোচনা এবং লিখিত ভাবে জানিয়েছি। যারা স্কুলের সামনে হাসপাতালে সামনে অযথা হর্ন বাজাবে সেসব চালকদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।