বিশিষ্ট ইসলামিক স্কলার ও বুদ্ধিজীবী মুহাম্মদ আশরাফ হোসেইন মারা গেছেন

বিশেষ সংবাদদাতা
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম

মুহাম্মদ আশরাফ হোসেইন
গবেষণাধর্মী পত্রিকা "মাসিক নতুন সফর"-এর সম্পাদক, বিশিষ্ট ইসলামিক স্কলার ও বুদ্ধিজীবী মুহাম্মদ আশরাফ হোসেইন মারা গেছেন। ১০ ডিসেম্বর পাকিস্তানের একটি হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুহাম্মদ আশরাফ হোসেইন ছাত্রজীবনে ময়মনসিংহ জেলা ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। ইসলামি গবেষণা ও সাংবাদিকতায় তিনি অসামান্য অবদান রেখেছেন। "মাসিক নতুন সফর" পত্রিকার মাধ্যমে তিনি ইসলামিক চিন্তাভাবনা, সমাজ সংস্কার এবং নৈতিকতার প্রচারে কাজ করেছেন।
শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় পাকিস্তানে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে দাফন সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম হাফেজ নাঈমুর রহমান। এছাড়াও পাকিস্তান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম শোক বার্তায় বলেন, মুহাম্মদ আশরাফ হোসেইন ভাইয়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম 'মাসিক নতুন সফর' পত্রিকায় সাংবাদিক হিসেবে এবং সৌভাগ্যক্রমে ইসলামিক স্কলার অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, পিএ নজির, মিয়া মুহাম্মদ আইয়ুব, ইব্রাহিম ভাই, এমদাদুল হক এবং অবসরপ্রাপ্ত জেলা জজ সিরাজুল ইসলাম তালুকদারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আশরাফ হোসেইন ভাইয়ের নৈতিক শিক্ষা ও দিকনির্দেশনা আমার পেশাগত জীবনকে সমৃদ্ধ করেছে। মুহাম্মদ আশরাফ হোসেইন ছিলেন সমাজের একজন আলোকবর্তিকা। তিনি ইসলামি শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।