এনআইডির তথ্য বেহাত: নির্বাচন কমিশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, জাতীয় পরিচয়পত্রের ‘তথ্য হস্তান্তর’-এর সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তা জড়িত থাকলে কমিশন সচিবালয় থেকে ব্যবস্থা নেয়া হবে। রবিবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য-উপাত্ত যাচাইয়ের চুক্তি বাতিলের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এ এস এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশনের তথ্যভান্ডার থেকে তথ্য দেয়া হয় ১৮৩টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অন্যতম। তবে তাদের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি ছিল যে তারা এটি তৃতীয় কোনো পক্ষের কাছে শেয়ার করতে পারবে না। এমনকি অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রিও করতে পারবে না। বিসিসি তাদের চুক্তি শর্ত লঙ্ঘন করায় নির্বাচন কমিশন সেই চুক্তি আজ বাতিল করেছে।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের ‘তথ্য হস্তান্তর’-এর সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তা জড়িত থাকলে কমিশন সচিবালয় থেকে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, একটি সুনির্দিষ্ট টাকার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছ থেকে সেবা নিতে পারত বিসিসি। সেই টাকাও বকেয়া রয়েছে তাদের। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির চুক্তি অনুযায়ী তা বরখেলাপ করা এবং দুই কোটি টাকা বকেয়া থাকায় তাদের সঙ্গে এনআইডি তথ্যভান্ডারের সংযোগ বিচ্ছিন্ন করেছে নির্বাচন কমিশন।