মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত: তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ বাসদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

ছবি: সংগৃহীত
কুমিল্লা জেলা চৌদ্দগ্রামের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। সোমবার (২৩ ডিসেম্বর) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে এ নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে ফিরোজ বলেন, রবিবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি বলেন, গণতান্ত্রিক রীতি-নীতি অনুযায়ী কোন ব্যক্তির বিরুদ্ধে কোন অপরাধ বা অভিযোগ থাকলে তাকে আইনের আওতায় সোপর্দ করা যেতে পারে, আইনি প্রক্রিয়ায়ই তার বিচার হবে। কিন্তু মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, আইন নিজের হাতে তুলে নেয়া কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
আরো পড়ুন: কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় সিপিবির ক্ষোভ
বিবৃতিতে তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তি দাবি করেন। একই সঙ্গে মব ট্রায়ালের নামে আইন বহির্ভূত সব হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।
ফিরোজ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার সব প্রকারের অপচেষ্টাকে রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মুক্তিকামী জনগণকে আহ্বান জানান।