×

জাতীয়

ফের মানবাধিকার নিয়ে র‍্যাবের সেমিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম

ফের মানবাধিকার নিয়ে র‍্যাবের সেমিনার

ছবি: ভোরের কাগজ

   

মানবাধিকার নিয়ে ফের সেমিনার করেছে র‌্যাব। সোমবার (২৩ ডসিম্বের) র‌্যাব সদর দপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও গুম সংক্রান্ত তদন্ত কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

র‌্যাব জানায়, র‌্যাবের সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয়ে করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাদের মানবাধিকার বিষয়ে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মানবাধিকার নিয়ে ২য় বারের মতো সেমিনার করলো র‌্যাব। 

এর আগে গত ২৬ নভেম্বর মানবাধিকার নিয়ে সেমিনার করে র‌্যাব। সেমিনারে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট ড. শাহদীন মালিক ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আলোচনা করেন।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নিচ্ছেন এস আলম

হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও গুম সংক্রান্ত তদন্ত কমিশন সভাপতি মইনুল ইসলাম চৌধুরী বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি মানবাধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যা র‌্যাবের দৈনন্দিন কার্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। 

আলোচনার দ্বিতীয় অংশে আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। 

সেমিনারে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক উপস্থিত ছিলেন। এ ছাড়া র‌্যাব সদর দপ্তরের সব পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাসহ ৬০ জনের বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App