শৃঙ্খলা ফেরাতে ঢাকার ফুটপাতে সরকারের সর্বোচ্চ স্তরের কর্মকর্তারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ পিএম

ছবি: ভোরের কাগজ
রাজধানীর ঢাকার কয়েকটি ফুটপাথ সরজমিনে ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তরা।
কীভাবে ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে সামনে রেখে বুধবার (২৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজধানীর কয়েকটি ফুটপাত সরেজমিনে পরিদর্শন করেন।
এ বিষয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার সকালে তেজগাঁওয়ের ফার্মগেট ও ইন্দিরা রোডের ফুটপাত পরিদর্শন করেন তারা।
এসময় তারা ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের মতামত শোনেন ও কীভাবে পথচারীর স্বার্থ বজায় রেখে সমন্বিত প্রচেষ্টায় ফুটপাতে শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে তেজগাঁও বিভাগের ডিসিসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।