×

জাতীয়

সচিবালয়ে নাহিদ ও আসিফেরসহ যে ৭ মন্ত্রণালয় আগুনে পুড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ এএম

সচিবালয়ে নাহিদ ও আসিফেরসহ যে ৭ মন্ত্রণালয় আগুনে পুড়ছে

বাংলাদেশ সচিবালয়

   

মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এই ভবনে ৭টি মন্ত্রণালয়সহ মোট ১৪টি বিভাগের অফিস রয়েছে। সেখানে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ অন্যান্যদের মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সেই ৭টি মন্ত্রণালয়সহ ১৪টি বিভাগের তথ্য এখানে দেয়া হলো- 

৭টি মন্ত্রণালয়

০১. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

০২. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় 

০৩. পানি সম্পদ মন্ত্রণালয়

০৪. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

০৫. অর্থ মন্ত্রণালয়

০৬. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

০৭. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

৭টি বিভাগ 

০১. ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

০২. স্থানীয় সরকার বিভাগ

০৩. পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

০৪. অর্থ বিভাগ

০৫. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

০৬. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

০৭. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

অন্য একটি সূত্র জানিয়েছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ২০টি তলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এমনকি সরকারপ্রধান সচিবালয়ে অফিস করলে ওই ভবনেই বসেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে সেখানে।

এদিকে মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। বুধবার দিবাগত রাতে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে বাড়িয়ে ১৮টি করা হয়।

সরেজমিনে দেখা গেছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের উপস্থিতি দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করছেন তারা।

রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এদিকে রাত সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের লাইভ ভিডিও দেখুন এখানে-

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App