×

জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড

সাবধান করার সময় আর নাই, ৩ উপদেষ্টাকে সারজিসের বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম

সাবধান করার সময় আর নাই, ৩ উপদেষ্টাকে সারজিসের বার্তা

নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম ও সারজিস আলম

   

সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম তিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রতি তীব্র বার্তা দিয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বলেন, “সময় ফুরিয়ে গেছে। এখন বিপ্লবী ভূমিকা পালনের সময়। পুরো দেশ আপনাদের পাশে রয়েছে।

সারজিস আলম তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের স্বার্থে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাহসী পদক্ষেপ নিন। জনগণ আপনাদের প্রতি আস্থা রাখে এবং সংকট মোকাবিলায় আপনাদের নেতৃত্ব চায়। এই আহ্বান সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগকে প্রতিফলিত করে এবং জাতীয় সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জোরালো করে তুলেছে।

সারজিস তার ভেরিফাইড ফেসবুক পেজে আরো লিখেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। 

তিনি বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে উল্লেখ করে সারজিস বলেন, সাবধান করার সময় আর নাই।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App