বাংলাদেশ বিমানের উড়োজাহাজ জব্দ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চোরাচালানের সোনা বহনের অভিযোগে উড়োজাহাজটি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে ২ কেজি ৩৩০ গ্রাম (২০টি বার) ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়।
এরপরই বিকেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন বলেন, যাত্রী পরিবহনের স্বার্থে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা চাইলে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিম্মায় দিতে পারেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক দশক আগে ঢাকায় চোরাচালানের সোনা বহন করায় দুটি উড়োজাহাজ জব্দ করার নজির রয়েছে।
আরো পড়ুন: সময় টিভির ক্যু ও সচিবালয়ে আগুন নিয়ে ‘আগুনঝরা’ স্ট্যাটাস হাসনাতের, যা লিখলেন
বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ কেজি ৩৩০ গ্রাম (২০টি বার) সোনা উদ্ধার করা হয়েছে। সোনার বারগুলো বিমানের ৯-জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মোড়ানো অবস্থায় লুকানো ছিল।
উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা। এটি বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, চোরাচালানের উদ্দেশ্যে বিশেষ কায়দায় আনা এসব সোনা রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত হবে। তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন।