দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক সরকার আসতে পারে : উপদেষ্টা আসিফ নজরুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

ছবি: সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন , দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক সরকার আসতে পারে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় আইনজীবীরা উচ্চ আদালতে দরখাস্তের মাধ্যমে বিচারক নিয়োগ হওয়াকে ঠিক নয় বলে জানালে আসিফ নজরুল বলেন, বিচারকরা যোগ্য হলেই হাইকোর্টে নিয়োগ দেয়া উচিৎ।
এদিকে সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া যায় না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আল্লাহ চাহেতো আবারো বিএনপি ক্ষমতায় যাবে।
মির্জা ফখরুল আরো বলেন, সংস্কার করেন কোনো আপত্তি নেই। কিন্তু দেশের স্থিরতা নিয়ে যে সমস্য তৈরি হয়েছে, সে সমস্যা কেটে যাবে যদি নির্বাচন দেয়া হয়। বিএনপি সংস্কার চায়, কিন্তু এটাও চায় বেশিদিন অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা থাকা উচিত নয়।
সরকারের সঙ্গে জড়িতদের মধ্যে অনেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন অভিযোগ করে তিনি বলেন, তারা রাজনৈতিক মন্তব্য করছেন। জনগণের সমস্য না খুঁজে অনেকে এখন রাজনৈতিক দলগুলোর দোষ খুঁজে বেড়াচ্ছেন।