×

জাতীয়

ডেডলাইন ৩১ ডিসেম্বর: কী হতে যাচ্ছে, আলোচনা তুঙ্গে

Icon

মোহাম্মদ ইব্রাহীম

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

ডেডলাইন ৩১ ডিসেম্বর: কী হতে যাচ্ছে, আলোচনা তুঙ্গে

ছবি: সংগৃহীত

   

‘এখন অথবা কখনো নয়’সহ নানা স্লোগান শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট হতে থাকে। সাধারণ মানুষ, রাজনীতিবিদ থেকে শুরু করে নানা মহলে কৌতূহল তৈরি হয়। অনেকের অনেক মন্তব্য আসতে থাকে। অনেক জিজ্ঞাসা চলতে থাকে। রাত যত গভীর হয় তত আলোচনা ছড়িয়ে পড়ে পুরো দেশে- কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। রাতেই পরিষ্কার হয়ে যায় কিছু একটা হচ্ছে ৩১ ডিসেম্বর।

আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

ঘোষণাপত্রে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

রবিবার (২৯ ডিসেম্বর) বাংলামটরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

‘মুজিববাদকে কবর’ দেয়া হবে বলেও জানান ছাত্রনেতৃত্ব।

সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, ৩১ ডিসেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র দেবেন তারা।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ১৯৭২-এর সংবিধানকে কবর দেয়া হবে।’

উল্লেখ্য, ‘এখন অথবা কখনো নয়’ সহ বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। শনিবার সন্ধ্যা থেকে ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘Comrades Now or Never.'

পৃথক আইডি থেকে পোস্টে তিনি লিখেছেন, ‘৩১ শে ডিসেম্বর শহীদ মিনার। ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘Comrades, 31st DECEMBER! Now or Never.’

আরেক পোস্টে তিনি লেখেন ‘Proclamation of July Revolution 31st December Shaheed Minar -3:00 pm.’

এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশাআল্লাহ!’

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অন্য সদস্যরাও একই বিষয় নিয়ে তাদের ফেসবুকে প্রোফাইলে পোস্ট করছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App