উপদেষ্টা আসিফ-নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে, পার্থের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের যুব উন্নয়ন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে “আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত একটি ভিডিও প্রায় ৫৬ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৮ শতাধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে “আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে” শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং, তার ভিন্ন বক্তব্যের একটি ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আরো পড়ুন: ‘এদেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত’, ড. ইউনূসের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে “আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে” শীর্ষক কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র ইউটিউব চ্যানেলে গত ১৬ ডিসেম্বর ‘কোনো দলকে ক্ষমতায় আনতে নির্বাচনে দেরি নয়, হুঁশিয়ারি পার্থের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির আন্দালিব রহমান পার্থ’র বক্তব্যের অংশের হুবহু মিল পাওয়া যায়।
জানা যায়, গত ১৬ ডিসেম্বর বিকেলে রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা ও ছাত্রনেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে।”
আরো পড়ুন: সংস্কারে ১০-১৫ বছর লাগতে পারে, উপদেষ্টা আসিফের মন্তব্য নিয়ে যা জানা গেলো
তিনি আরো বলেন, “নির্বাচন নিয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি বর্তমান সরকার পরিকল্পিত বিলম্ব করে, তাহলে ১৭ মিনিটেই সরকারের পতন ঘটবে।”
সেখানে আন্দালিব রহমান পার্থকে উপদেষ্টা আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে আলোচিত দাবিতে প্রচারিত মন্তব্যটি করতে দেখা যায়নি। এছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলেও গত ১৬ ডিসেম্বর ‘অর্থনীতি আর রাজনীতি এক জিনিস নয় ইউনূস সাহেব: পার্থ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখান থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।
তাছাড়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সম্বলিত কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রেও আন্দালিব রহমান পার্থ’র মন্তব্য দাবিতে প্রচারিত বিষয়টির সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের পদত্যাগ দাবি করে আলোচিত মন্তব্যটি করেননি। সুতরাং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র মন্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত “আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে” শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব।