মামলা বাণিজ্য নিয়ে যে মন্তব্য করলেন আসিফ নজরুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মামলা বাণিজ্য শুরু হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব। অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগে শতাধিক শহিদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সঠিকভাবে মামলার আহ্বান জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, ‘অবশ্যই আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। শহিদ পরিবারের মামলাগুলোতে আইনি সহযোগিতার জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়। কথা দিচ্ছি আগামী ৭ দিনের মধ্যে করে দেব। এছাড়া আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা করে দেব।’
পুলিশ কেন কাজ করছে না তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘গত আমলে বলে কয়ে বলতো গোপালগঞ্জের ছেলেদের রিক্রুট করা হবে। ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর দশজনের মধ্যে যদি আটজনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয় সেই পুলিশ নিয়ে কি কাজ করা সোজা ব্যাপার?’
যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে, প্রশ্ন রাখেন আইন উপদেষ্টা।
ড. আসিফ নজরুল বলেন, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এখানে আমার কিছু করার নেই। যখন পুলিশ চার্জশিট দেয় তখন তা আমার আওতায় আসে। স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে আরো ভালো উত্তর পাওয়া যাবে বলে জানান তিনি। সেখানে আইজিপি, এটর্নি জেনারেলকে রাখার কথাও জানান। এসময় সারজিস আলমকে মিটিং আয়োজন করার দায়িত্ব দেন তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের গণহত্যার বিচার তাদের লোক দিয়ে করা সম্ভব নয়। সবাইকে পরিবর্তন করা হয়েছে। তিনি দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিচারকাজের ভবনটিও ঠিক করতে হয়েছে। প্রসিকিউশান টিমের সঙ্গে মিটিং করে তাদের যা যা দরকার সব সরবরাহ করা হচ্ছে।