৩১ ডিসেম্বর শহীদ মিনারে জমায়েত, যে নির্দেশনা দিলো ডিএমপি

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠান কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগর এলাকা যানজটমুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে অনুষ্ঠানে আগত সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনগুলো ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
১. গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ করা যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্যমেলা মাঠে পার্কিং করবে।
২. সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশপথ দিয়ে আগত যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে।
৩. আব্দুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহন ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।
উল্লেখ্য, হঠাৎ করেই আলোচনায় জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণাপত্রটি উপস্থাপন করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, তাদের এই ‘জুলাই প্রোক্লেমেশন’ হবে ‘আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র’।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে এর মাধ্যমে ‘নাৎসি বাহিনীর’ মত ‘অপ্রাসঙ্গিক’ ঘোষণা করা হবে। একইসঙ্গে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী’ সংবিধান হিসেবে তুলে ধরে তার ‘কবর’ রচনা করার ঘোষণা দিয়েছেন আন্দোলনের নেতারা।