×

জাতীয়

একই দিনে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের কর্মসূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

একই দিনে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবির। ছবি: সংগৃহীত

   

রাজধানী ঢাকায় একইদিনে কর্মসূচি পালন করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ও ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পৃথক সময় ও স্থানে ডাকা সংগঠন দুটির কর্মসূচি ঘিরে এখন রাজনীতি মহলে চলছে নানা আলোচনা।

এদিন কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। সংগঠনটির ভাষ্য, এ ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধান ও আওয়ামী লীগের স্বৈরাচারী রাজনীতি ‘কবর’ দেয়া হবে।

অন্যদিকে ইসলামী ছাত্রশিবির ৩১তম সদস্য সম্মেলন করবে মঙ্গলবার। দলটি রাজধানীর সোহওয়াওয়ার্দী উদ্যানে সকাল ৮টায় সম্মেলন শুরু করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর নেতাকর্মীরা জানিয়েছেন, তাদের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব উঠে আসবে। সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে শীর্ষ নেতা।

আরো পড়ুন: বিডিআর বিদ্রোহের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা

শিবিরের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়েছে, তাদের এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে জানানো হয়, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবেন তারা। ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয় উল্লেখ করা হয়েছে। এতে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে আখ্যায়িত করে তার ‘কবর’ রচনা এবং ‘নাৎসিবাদী আওয়ামী লীগকে’ এ দেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলা হবে।

জুলাই বিপ্লবের এ ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব মো. শফিকুল আলম। তিনি বলেন, আমরা এটাকে কেবলই একটি প্রাইভেট ইনিশিয়েটিভ (বেসরকারি উদ্যোগ) হিসেবে দেখছি। এর সঙ্গে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এটাকে যারা সাপোর্ট করছেন, তারা একটি প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App