×

জাতীয়

নতুন বছরে ডলারের দাম কেমন হবে, যা জানালো কেন্দ্রীয় ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম

নতুন বছরে ডলারের দাম কেমন হবে, যা জানালো কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

   

২০২৫ সালের শুরু থেকে ডলারের দাম আরো বাজারমুখী হচ্ছে। এ জন্য প্রতিদিন দুপুরের মধ্যে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে মধ্যবর্তী দাম প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত দামের চেয়ে বেশি দরে কেনাবেচা করলেই জরিমানার মুখে পড়বে ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে প্রবাসী আয় আহরণে প্রতি ডলারের বিনিময়ের হার সর্বোচ্চ ১২৩ টাকা নির্ধারণ করেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, ড্যাশবোর্ডের মাধ্যমে বিনিময় হার তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন দুপুরের মধ্যে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করা হবে। পরে একটা দর নির্ধারণ করে দেয়া হবে। নির্ধারিত ঘোষণার চেয়ে বেশি দামে কেনাবেচা করলে ১০ লাখ টাকা থেকে লেনদেনের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ চলতি বছরের মধ্যে ডলারের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে। এরপরই সোমবার (৩০ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শীর্ষ ২৫ ব্যাংকের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সভায় কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা মঙ্গলবারই (৩১ ডিসেম্বর) প্রজ্ঞাপন আকারে জারি হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এক সপ্তাহে দাম ১২৬ থেকে ১২৭ টাকায় উঠেছিল। আবারো আগের জায়গায় ফিরে এসেছে ডলারের দাম। চাহিদা ও জোগানের ওপর বাজার নির্ভর করে। এভাবে চললে দাম সহনীয় হয়ে আসবে মুদ্রাবাজার। তবে বেশি দামে ডলার কেনাবেচা করছে তাদের শাস্তি হওয়া উচিত।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App