এবার ক্যালিগ্রাফির মাঝে লেখা হলো ‘জয় বাংলা’ স্লোগান

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের দেয়ালে সাধারণ শিক্ষার্থীদের ক্যালিগ্রাফির পাশে হঠাৎ করে ‘জয় বাংলা’ লেখা দেখা গেছে। এই লেখাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কেউ নিশ্চিত করে বলতে পারছেন না, কারা বা কখন দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, সম্ভবত রাতের অন্ধকারে কেউ এটি লিখে গেছে। তবে তারা কেউ ঘটনাটি প্রত্যক্ষ করেননি। সচেতন মহলের অনেকে ধারণা করছেন, স্থানীয় আওয়ামী লীগ বা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতাকর্মী এই কাজটি করেছেন। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের দেয়ালসহ পৌর শহরের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরা জুলাই-আগস্টের স্মৃতি ধারণ করে নানান গ্রাফিতি ও ক্যালিগ্রাফি অঙ্কন করেছেন।
এসব শিল্পকর্মের মধ্যে তারা বিয়ানীবাজারের সন্তান, শহিদ সাংবাদিক এটিএম তুরাব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে নিহত মুগ্ধকে স্মরণ করে বিশেষ চিত্র অঙ্কন করেছেন। দেয়ালের এসব গ্রাফিতি ও ক্যালিগ্রাফি সেই সময়ের আন্দোলন এবং ত্যাগের স্মৃতিচিহ্ন হিসেবে স্থান পেয়েছে।